ক্যাটাগরি

করোনাভাইরাস: এবার আক্রান্ত ইরফান পাঠান

কদিন আগে ভারতের রায়পুরে শেষ হওয়া সাবেকদের টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেন চার জনই। শিরোপা জয়ী ভারত দলের সদস্য ছিলেন তারা।

পরীক্ষা করানোর পর গত শনিবার টেন্ডুলকার ও ইউসুফ তাদের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানান। পরদিন আক্রান্ত হওয়ার খবর দেন বদ্রিনাথ। তিন জনই রায়পুর থেকে ফিরে মৃদু উপসর্গ অনুভব করার কথা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে ইরফান জানান, কোভিড-১৯ পজিটিভ হলেও কোনো উপসর্গ তিনি অনুভব করছেন না। নিজ বাসায় আইসোলেশনে আছেন সাবেক এই পেসার।