ক্যাটাগরি

ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা, মুনকে একহাত নিলেন কিমের বোন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে দেওয়া দক্ষিণের প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অমর্যাদাকর’ বলেও অভিহিত করেছেন তিনি।

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র প্রতিবেদনে মুনের বক্তব্যের পাল্টায় ইয়ো জংয়ের বিবৃতি তুলে ধরা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উত্তর কোরিয়া কয়েকদিন আগে জাপান সাগরের কাছে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তারা যে নিজেদের অস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে ক্ষেপণাস্ত্রের এই সফল পরীক্ষার মাধ্যমে তাই ফুটে উঠেছে বলে ভাষ্য পর্যবেক্ষকদের।

ক্ষেপণাস্ত্র ছুড়ে পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোর পথে হাঁটছে বলেও মত তাদের।

এ পরীক্ষার পরপরই দক্ষিণের প্রেসিডেন্ট মুন বলেন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত সংলাপ চালিয়ে যাওয়ার চেষ্টা করা।

আলোচনার ক্ষেত্রে সিউল, পিয়ংইয়ং বা ওয়াশিংটন কারোরই বাধা সৃষ্টি করা উচিত হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

দক্ষিণ কোরিয়ার এ প্রেসিডেন্ট উত্তরের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলেও অভিহিত করেন।

পরে কিমের বোন ইয়ো জং পরে মুনের অবস্থানের কড়া সমালোচনা করেন।

“দক্ষিণ কোরিয়ার এ ধরনের অযৌক্তিক ও বেহায়া আচরণ পুরোপুরিই যুক্তরাষ্ট্রের গুণ্ডামি মার্কা যুক্তির মতো,” বিবৃতিতে ইয়ো জং এমনটাই বলেছেন বলে জানিয়েছে কেসিএনএ।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতার এ বোন দেশটির সরকার ও ক্ষমতাসীন দলে বেশ প্রভাবশালী। কিমের সঙ্গে বেশকিছু গুরুত্বপূর্ণ সম্মেলন ও সফরেও তাকে দেখা গেছে।