জেলার শ্রীপুর থানার এসআই মো. আমজাদ শেখ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করেন তারা।
তার বয়স ২৮ থেকে ৩০ বছর হতে পারে। তার পরনে সাদা শার্ট, ছাই রংয়ের প্যান্ট ও কালো চামড়র জুতা রয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, পার্কের দক্ষিণ-পূর্ব দিকে ইন্দ্রপুরের শেষ সীমান্তে স্থানীয় গ্রাম পুলিশ মো. সারোয়ার লাশ পড়ে থাকার খবর পান। তারপর পুলিশকে জানানো হয়। তার গলায় বেল্ট ও হলুদ রংয়ের জামা বাঁধা ছিল। মুখ স্কচ টেপে আটকানো ছিল। আর পরনে সাদা শার্ট, ছাই রংয়ের প্যান্ট ও কালো চামড়র জুতা ছিল।