রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, জুনের ৭ তারিখ থেকে জুনের ১১ তারিখ পর্যন্ত চলবে অ্যাপলের ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স’ (ডব্লিউডব্লিউডিসি)।
সাধারণত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান হোসেতে আয়োজিত হয় আয়োজনটি। এতে অংশ নেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। গত বছরের জুনে করোনাভাইরাস মহামারীর মুখে প্রথমবারের মতো আয়োজনটিকে অনলাইনে সরিয়ে নেয় অ্যাপল।
অ্যাপল নিজেদের ডেভেলপার অ্যাপ বা ওয়েবসাইটে গোটা অনুষ্ঠানটি বিনামূল্যে দেখতে দেবে বলে জানিয়েছে। গত বছরও অনলাইনে বিনামূল্যে আয়োজনটি উপভোগ করতে পেরেছেন আগ্রহীরা।
যুক্তরাষ্ট্রে রোববার কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা তিন কোটির ঘর পার করেছে।
উল্লেখ্য, বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। মঙ্গলবার ৫০৪২ জন নতুন করে আক্রান্ত হয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ছয় লাখ পাঁচ হাজার ৯৩৭ জনে গিয়ে দাঁড়িয়েছে।