ক্যাটাগরি

ফের নিলামে জনি আইভের নকশায় তৈরি লাইকা ক্যামেরা

জনি আইভের নকশার ছোঁয়া পাওয়া যাবে না এমন অ্যাপল পণ্য পাওয়া মুশকিল। অ্যাপলের এই সাবেক নকশা গুরু যে শুধু অ্যাপল পণ্যই নকশা করেছেন তা নয়, বিভিন্ন ধরনের দাতব্য প্রকল্পের জন্যও কাজ করেছেন তিনি। এরকমই একটি পণ্য লাইকা এম ক্যামেরার নমুনা। বন্ধু মার্ক নিউসনের সঙ্গে মিলে তৈরি করেছিলেন নমুনাটি।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ক্যামেরার নিলাম শুরু হবে এক লাখ ১৮ হাজার ডলার থেকে। ধারণা করা হচ্ছে, দুই লাখ ৩৫ হাজার ডলার থেকে দুই লাখ ৯৫ হাজার ডলারে বিক্রি হবে ক্যামেরা নমুনাটি।

মূলত আইভ লাইকা এম ক্যামেরাটি দাতব্য ব্র্যান্ড ‘প্রডাক্ট রেড’-এর জন্য নকশা করে দিয়েছিলেন। ব্র্যান্ডটির সহ-প্রতিষ্ঠাতাও সুপরিচিত ব্যক্তি- ইউ২ ব্যান্ডের ভোকালিস্ট ও ফ্রন্টম্যান বনো।

ডিভাইসটিকে ‘বি প্লাস’ অবস্থার বলা হচ্ছে এবং এতে মৃসণ অ্যালমিনিয়াম বডি এবং ম্যাচিং আপো-সামিক্রন ২/৫০ মিলিমিটার এএসপিএইচ. লেনস রয়েছে।

আইভ এবং নিউসন প্রায় এক বছরেরও বেশি সময় ব্যয় করে ৪০টি নিলামের পণ্যের নকশা তৈরি করেছিলেন। পরে সেগুলো ২০১৩ সালে এক কোটি ২৮ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছিল। লাইকা ক্যামেরা বাদে অন্যান্য পণ্যের মধ্যে ছিল ১৮ ক্যারেটের রোজ গোল্ড ইয়ারপডস জোড়া, সীমিত সংস্করণের ২০১২ রেঞ্জ রোভার, এবং স্টাইনওয়ে অ্যান্ড সন্স পিয়ানো।

নিজ নকশা এজেন্সি ‘লাভফ্রম’ গড়তে ২০১৯ সালে অ্যাপল ছাড়েন আইভ। ওই এজেন্সির গ্রাহক তালিকায় অ্যাপল ও এয়ারবিএনবির মতো প্রতিষ্ঠান রয়েছে।