জাতীয় ভলিবল স্টেডিয়ামে মঙ্গলবার
নেপালের বিপক্ষে ৩৫-২০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-৮ পয়েন্টে এগিয়ে ছিল
স্বাগতিকরা।
প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে
উড়িয়ে দেওয়া বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেনিয়ার বিপক্ষে
৩২-২৯ পয়েন্টে জেতে। টানা তিন জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্বাগতিক
অধিনায়ক তুহিন তরফদার।
ফ্লাইট জটিলতার কারণে টুর্নামেন্ট শুরুর
দুইদিন পর মঙ্গলবার দুপুরে ঢাকা পৌঁছায় নেপাল। সন্ধ্যায় ম্যাটে নামে দলটি।
আগামী বুধবার নিজেদের চতুর্থ ও শেষ
ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে অংশ
নিচ্ছে মোট পাঁচ দল।