ক্যাটাগরি

বিসিএসআইআরের চেয়ারম্যান করোনাভাইরাসে আক্রান্ত

পাশাপাশি বিসিএসআইআরের সচিব, জনসংযোগ কর্মকর্তা এবং কয়েকজন বৈজ্ঞানিক
কর্মকর্তাও করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

বারডেম হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. নাজিমুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৪-৫ দিন আগে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন
আফতাব আলী শেখ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে
স্থানান্তর করা হয়।

“আমাদের করোনা ইউনিটের কেবিনে ভর্তি ছিলেন তিনি। আজ
সকালের দিকে অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। দুপুর ১২টার আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।”

“উনার ডায়াবেটিস এবং নিউমোনিয়া আছে। অক্সিজেন সাপোর্ট
বাইরে থেকে দিতে হচ্ছিল। এ কারণে আইসিইউতে দেওয়া হয়েছে। লাইফ সাপোর্ট লাগে নাই।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডা. মো. আফতাব আলী শেখ ২০২০
সালের ২৬ অগাস্টে বিসিএসআইআরের চেয়ারম্যান হিসেবে যোগ দেন।

বিসিএসআইআরের সদস্য (প্রশাসন) মুহাম্মদ শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে জানান, গত বুধবার ড. আফতাব আলী শেখের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে; পরদিন বারডেমে
ভর্তি করা হয়।

বিসিএসআইআরের সচিব শাহ আবদুল তারিক, কয়েকজন বৈজ্ঞানিক কর্মকর্তা, জনসংযোগ
কর্মকর্তা আবদুর রাজ্জাকও করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বলে শওকত আলী জানান।

তিনি বলেন, “সচিব আজগর আলী
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উনার অবস্থা ভালো। আরও কয়েকজন আক্রান্ত হয়েছেন।”