ক্যাটাগরি

মৌলভীবাজারে করোনাভাইরাসে বৃদ্ধের মৃত্যু

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য
ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, মৌলভীবাজার সদর হাসপাতালের
করোনা ইউনিটে মঙ্গলবার তিনি মারা যান।

প্রয়াত মঈন উদ্দিন
(৭০) শ্রীমঙ্গলের মাকরীছড়া চা বাগোনের বাসিন্দা।

ডা. সাজ্জাদ হোসেন
চৌধুরী জানান, গত ২০ মার্চ তার নমুনা পরীক্ষায় দেওয়া হয়; পরদিনে পরীক্ষায় করোনাভাইরাস
পজিটিভ আসে। ২৩ মার্চ অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালের করোনা ইউনিটে
ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

বিকালে স্বাস্থ্যবিধি
মেনে মাকরীছড়া চা বাগানেই তার লাশ দাফন করা হয় বলে সাজ্জাদ জানান।

মৌলভীবাজার সিভিল সার্জন
জালাল আহমদ জানান, মৌলভীবাজারে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৩। এদের মধ্যে পাঁচ জন ভর্তি আছেন মৌলভীবাজার সদর হাসপাতালে।