এক বিবৃতিতে বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছে প্রতিযোগিতাটির আয়োজক সংস্থা উয়েফা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে যাওয়া প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১১ জুলাই পর্যন্ত। খেলা হবে ইউরোপের ১২টি দেশে।
গত বছর করোনাভাইরাসের অনাকাঙ্ক্ষিত বিরতির পর ঠাসা সূচিতে খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির বিবেচনায় গত মৌসুমে প্রতি ম্যাচে বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার সিদ্ধান্ত নেয় ফিফা। পরে সেটি অনুমোদন দেয় ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি।
এরপর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় কার্যকর হয়ে আসছে এই নিয়ম। একই নিয়ম মানা হচ্ছে বিশ্বকাপ বাছাইয়েও।
এছাড়া স্টেডিয়ামে ৩০ শতাংশ দর্শক ফেরানোর সিদ্ধান্ত থেকে সরে বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছে উয়েফা।