মিতা হকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার কন্যা ফারহিন খান জয়িতা। বাসাতে ‘আইসোলেশন’য়ে তিনি ভালো ছিলেন বলে জানান তার পরিবারের সদস্য।
বুধবার তাকে হাসপাতালে স্থানান্তর করা হলে সামাজিক মাধ্যমে নানান খবর ছড়িয়ে যায়।
এরপর তার জামাতা, অভিনেতা মোস্তাফিজ শাহীন বলেন, “ডাইয়ালাইসিসের নিয়মিত রোগী হওয়ার জন্যই তাকে নিবিড় পরিচর্যার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।”
বন্ধু এবং পরিবারকে আশ্বস্ত করেন শাহীন জানান, মিতা হক ভালো আছেন।
নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেন, “মিতা হক এখন ভালো আছেন। ৫ বছর যাবত নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালোই ছিলেন। কিন্তু এক সপ্তাহ আগে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে কিছুটা মানসিক এবং শারীরিক ভাবে দুর্বল ছিলেন। যেহেতু তিনি ডায়ালাইসিস রোগী এবং কোভিড আক্রান্ত তাই কিছুক্ষণ আগে তাকে হসপিটালে স্থানান্তর করা হয়েছে নিরিড় পরিচর্যার জন্য। অনেকে আতংকিত হয়ে, ভালোবেসে ফেইসবুক-সহ বিভিন্ন গ্রুপে সংকটাপন্ন, দোয়া চাই এগুলো লিখছেন। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি তার শারীরিক অবস্থা এখনও নিয়ন্ত্রণে। সবার ভালোবাসা এবং দোয়ায় আশা করছি তিনি সম্পূর্ণরুপে সুস্থ হয়ে দ্রুত বাসায় ফিরতে পারবেন।”
পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থণা করা হয়ে