বুধবার ভোরে উপজেলার
দাদ্ড়া জৈন্তিগ্রামের মধ্য দাদ্ড়া পাড়ায় জামাল উদ্দিন মন্ডলকে (৫৫) সাপে কামড়ায়; বেলা
১১টার দিকে তিনি মারা যান।
ঘটনাস্থল পরিদর্শন
করে মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু
জানান, ফজরের নামাজের প্রস্তুতির জন্য ভোর সাড়ে ৪টার দিকে জামাল উদ্দিন শয়ন কক্ষের
দরজা খুলে বাইরে পা দেওয়া মাত্র একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে।
“তার চিৎকারে পরিবারের
সদস্যরা তাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা
দেওয়া হলেও প্রতিষেধক না থাকায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো
হয়।”
জয়পুরহাট জেলা সিভিল
সার্জন ওয়াজেদ আলী বলেন, সাপের কামড়ের ২০০টি প্রতিষেধক ভ্যাকসিন থাকলেও সেগুলো মাত্র
তিন মাস মেয়াদী। মেয়াদোত্তীর্ণ হওয়ায় আবার চাহিদাপত্র দেওয়া হলেও তা এখনও হাসপাতালে
পৌঁছায়নি।
“এ কারণে তাকে সদর
হাসপাতারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া নেওয়া হচ্ছিল। সেখানে নেওয়ার পথে তিনি মারা
যান।”
জামাল উদ্দিন একই গ্রামের
প্রয়াত কিনা মন্ডলের ছেলে।