ক্যাটাগরি

পান্ত ভারতের অধিনায়ক হলে অবাক হবেন না আজহারউদ্দিন

আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস মঙ্গলবার পান্তকে অধিনায়ক ঘোষণা করে। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার হতে যাচ্ছেন আইপিএল ইতিহাসের পঞ্চম কনিষ্ঠ অধিনায়ক। মূলত দলটির নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার কাঁধের চোটে আসর থেকে ছিটকে পড়ায় এই দায়িত্ব পেয়েছেন পান্ত।

টুইটারে বুধবার দিল্লির নতুন অধিনায়ককে প্রশংসায় ভাসান ভারতের হয়ে ৯৯ টেস্ট খেলা আজহারউদ্দিন। তার বিশ্বাস, পান্তের খেলার ধরন দলকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে।

“গত কয়েক মাস রিশাভ পান্তের অবিশ্বাস্য কেটেছে, সে নিজেকে সব সংস্করণে প্রতিষ্ঠিত করছে। নিকট ভবিষ্যতে ভারতের অধিনায়ক পদের জন্য রিশাভ পান্তকে যদি নির্বাচকরা প্রথম সারিতে বিবেচনা করেন, অবাক হব না। তার আক্রমণাত্মক ক্রিকেট ভারতকে সামনে ভালো অবস্থানে দাঁড় করাবে।”

পান্তের নেতৃত্ব দেখতে মুখিয়ে আছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়া সাবেক অধিনায়ক ও দিল্লির কোচের বিশ্বাস, এই দায়িত্ব ভারতের তরুণ ক্রিকেটারকে আরও পরিণত করবে।

“দুর্ভাগ্য যে, শ্রেয়াস টুর্নামেন্টটি খেলতে পারবে না। তবে পান্ত সুযোগটি লুফে নেবে দেখতে মুখিয়ে আছি। এটা (অধিনায়কত্ব) তার সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য প্রাপ্য। আর সে বেশ আত্মবিশ্বাসী। আমার বিশ্বাস, নেতৃত্ব তাকে আরও ভালো ক্রিকেটারে পরিণত করবে।”

আগামী ৯ এপ্রিল শুরু হবে আইপিএলের এবারের আসর। পর দিন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পান্তের নতুন এই পথচলা।