বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৯৪ দশমিক ৯৬ পয়েন্ট বা এক দশমিক ৭৭ শতাংশ কমে ৫ হাজার ২৭৮ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকার পুঁজিবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে। বুধবার ঢাকায় ৫৬০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়; কর্মদিবসে হাতবদল হয়েছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।
কেন এই বড় দরপতন, এমন প্রশ্নে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের প্রভাব বাড়ার কারণে বিনিয়োগকারীরা ভয় পেয়ে গেছে। তারা মনে করেছে পুঁজিবাজার আগের মত বন্ধ হয়ে যেতে পারে। এজন্য শেয়ার বিক্রি করে দিয়ে টাকা তুলে রাখতে চেয়েছে।
“তবে বিষয়টি যৌক্তিক হয়নি। কারণ বার বার বলা হয়েছে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে।”
সম্প্রতি দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড পাঁচ হাজার ৩৫৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরও ৫২ জনের। মোট মৃত্যুর নয় হাজার ছাড়িয়ে গেছে।
বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ২৫৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৮০টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ দশমিক ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৪ দশমিক ১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪২ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯৪ দশমিক ৪০ পয়েন্টে।
ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি শেয়ার হচ্ছে- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, রবি, লংকাবাংলা, স্কয়ারফার্মা, লাফার্জ, জিপি, রহিমাফুড, বিএটিবিসি, প্রিমিয়ার ব্যাংক।
দাম বাড়ার শীর্ষে রয়েছে দেশ জেনারেল ইন্সুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, সোস্যাল ইসলামী ব্যাংক, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড এবং ইসলামী ব্যাংক।
আর দাম কমার তালিকার শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড, শ্যামপুর সুগার মিল, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, এরামিট সিমেন্ট লিমিটেড, তৌফিকা ফুডস, ই-জেনারেশন লিমিটেড, রহিমা ফুড, আনলিমা ইয়ার্ন, আইসিবি ইসলামী ব্যাংক এবং লুব রেফ।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩০১ দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৬৪ দশমিক ৬২ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বুধবার ৩৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪০ কোটি ৬০ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।