বুধবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ইসরাত জাহান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিকপুর গ্রামের জহির উদ্দিন
(৫৮), তার স্ত্রী রেহেনা বেগম (৫৩), জহির উদ্দিনের ছোট ভাই ইয়াসিন আলী (৫৫) ও তার স্ত্রী
রহিমা বেগম (৪৮)।
নিহত জোহুরা বেগম (৭০) বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিকপুর গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি নাসিমুল করিম হলি বলেন, জোহুরা বেগম তার
ছোট ছেলেকে জমি লিখে দেওয়ার পর ২০০৮ সালের ৭ জুলাই তার অন্য দুই ছেলে ও দুই পুত্রবধূ
তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাড়ির পাশে ফেলে রাখে।
পরদিন লাশ উদ্ধার হলে ছোট ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে বড় দুই ভাই ও তাদের
স্ত্রীদেরকে আসামি করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
রায়ে এ চার আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও ৬ মাসের
কারাদণ্ডাদেশ দেওয়া হয়।