চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন বুধবার বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪
এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন পরিচালনা পরিষদের
সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান।”
নগরীর ফয়’স লেক এলাকায় চট্টগ্রাম চিড়িয়াখানা বন্দরনগরীর অন্যতম প্রধান
পর্যটন কেন্দ্র।
২০২০ সালে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর দেশে রোগীর সংখ্যা
বাড়তে থাকলে ১৮ মার্চ চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। সেসময় অন্যান্য
বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ ঘোষণা করা হয়।
টানা প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর গত বছরের ২২ অগাস্ট চট্টগ্রামের অন্যান্য
বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। চট্টগ্রাম চিড়িয়াখানা খোলে ২৩ অগাস্ট।
সাত মাস খোলা থাকার পর আবারও চিড়িয়াখান বন্ধের ঘোষণা এল।