ক্যাটাগরি

তরঙ্গ পুনর্বিন্যাসে টেলিযোগাযোগ সেবায় বিঘ্ন হতে পারে: বিটিআরসি

প্রথম
ধাপে বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৭টা এবং দ্বিতীয় ধাপে ৭ এপ্রিল রাত ১১টা
থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল ফোন ব্যবহারকারীরা কিছুটা সমস্যায় পড়তে পারেন
বলে বিটিআরসি জানিয়েছে।

বুধবার
বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ মার্চ নিলামের মাধ্যমে ১৮০০ মেগাহার্টজ
ব্যান্ডে ৭ দশমিক ৪ মেগাহার্টজ এবং ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজ সহ সর্বমোট
২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকে বরাদ্দ দেওয়া হয়েছে।

ফলে
আগের বরাদ্দ তরঙ্গের সাথে নিলামে বরাদ্দ নতুন তরঙ্গ সমন্বয় করতে গিয়ে তরঙ্গ পুনর্বিন্যাস
করতে হচ্ছে।


কারণে প্রথম ধাপে ১ থেকে ২ এপ্রিল ১৮০০ মেগাহার্টজ ব্যান্ড এবং ৭ থেকে ৮ এপ্রিল ২১০০
মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ পুনর্বিন্যাসের কাজে নির্দিষ্ট কিছু সময় মোবাইল নেটওয়ার্ক
সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

গ্রাহকদের
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।