বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পাটিচাড়া বাজারসংলগ্ন কাশিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পত্মীতলা থানার এসআই মঞ্জুর কাদের জানান।
প্রতীকী ছবি
এনামুল ইসলাম বকুল (৬০) ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের আবু তাহের মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বলেন, সেলিমপুর থেকে মাছ নিয়ে ভটভটিতে করে পত্মীতলার নজিপুর বাজারে যাচ্ছিলেন এনামুল।
“সকালে হালকা শীত অনুভব হওয়ায় তিনি ভটভটিতে চালকের পাশে চাদর গায়ে বসে ছিলেন। পথে চাদরটি ভটভটির চাকার জড়িয়ে গেলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার কোন অভিযোগও করেনি বলে জানান মঞ্জুর ।