এ ঘটনায় মামলার পর বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সরদার হাট থেকে ওই যুবককে আটক করা হয় বলে ডিমলা থানার পরিদর্শক মো. সিরাজুল ইসরাম জানান।
আটক সাজু আহমেদ পায়েল (২৫) রংপুর জেলার কাউনিয়া উপজেলার রাজিব গ্রামের আউয়াল হোসেনের ছেলে।
ডিমলা থানা পুলিশের পরিদর্শক বলেন, আটক সাজুর কাছ থেকে সিআইডি পুলিশের ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সাজু ডিমলা সদরের সর্দারের হাটে সুরেন্দ্র নাথ রায়ের ওষুধের দোকান থেকে মায়ের অসুখ বলে ঘুমের ওষুধ কেনেন।
এরপর নিজেকে গোয়েন্দা কর্মকর্তা দাবি করে চিকিৎসাপত্র ছাড়া ওষুধ বিক্রির অভিযোগ তুলে দোকানির কাছে টাকা দাবি করেন। এ টাকা না দিলে দোকানিকে সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়ার হুমকিও দেন।
এ সময় স্থানীয় লোকজন সাজুর সিআইডির পরিচয়পত্র দেখতে চাইলে তিনি পরিচয়পত্র না দেখিয়ে চড়াও হন। তখন তাকে আটক করে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা।