ক্যাটাগরি

বগুড়ায় বাসচাপায় একজনের মৃত্যু

বুধবার সকাল ৬টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার এসআই শরিফুল জানান।

নিহতের বয়স ৬৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তার বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

এসআই বলেন, দূর্ঘটনার কারণে নিহতের মাথা এবং মুখ বিকৃত হয়ে গেছে। তার পরনে সাদা চেক শার্ট, কফি রঙয়ের প্যান্ট এবং পায়ে কেডস ছিল। 

সকাল সোয়া ৬টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।