বুধবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে এ দুর্ঘটনায় আরও দুই জন আহত হয় বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম।
তিনি জানান, হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন।
খবর পেয়ে দক্ষিণ সুমরা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনার সময় গুরুতর আহত আরও দুইজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে বলেন এ পুলিশ কর্মকর্তা।