ক্যাটাগরি

৫০০ স্কুলে বিকাশ দেবে ২০ হাজার গ্রাফিক নভেল ‘মুজিব’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বিকাশ জানিয়েছে, মুজিব শতবর্ষ উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এই উদ্যোগ
নিয়েছে তারা। আর বিতরণের এ কাজে তদের সহযোগিতা দিচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

বুধবার বিশ্বসাহিত্য
কেন্দ্র অডিটোরিয়ামে স্কুল প্রতিনিধিদের হাতে গ্রাফিক নভেল ‘মুজিব’ তুলে দিয়ে এ কর্মসূচির
উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর
তেজস্বীতা, কাজের প্রতি একাগ্রতা, বিশ্বাসের প্রতি অবিচল নিষ্ঠা, স্বপ্ন দেখার অসাধারণ
ক্ষমতা, অনন্য ব্যক্তিত্ব এবং দেশের মানুষের প্রতি যে ভালোবাসা আমরা দেখেছি, তা সকলের
জন্যই অনুকরণীয়।

“বাঙালির ভাগ্য
যে তাদের একজন শেখ মুজিব ছিলেন, যার বজ্রকণ্ঠ, অনবদ্য সাহস ও অসাধারণ নেতৃত্ব না থাকলে
বাংলাদেশের স্বাধীন হতে হয়ত আরও ৫০০ বছর লেগে যেত।”

গ্রাফিক নভেল ‘মুজিব’
বিতরণের মধ্য দিয়ে শিশু-কিশোরদের সামনে বঙ্গবন্ধুকে জানার সুযোগ বাড়বে মন্তব্য করে
তিনি বলেন, “বঙ্গবন্ধু সকলের রক্তে পাতা মেলুক, বঙ্গবন্ধু সকলের রক্তকে জাগিয়ে তুলুক,
এই স্বপ্ন দেখি আমি।”

বিকাশের প্রধান
নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর অনুষ্ঠানে বলেন, “অন্তরীণ থাকাকালীন বঙ্গবন্ধুর লেখা
স্মৃতিকথা আমাদের জন্য এক ঐতিহাসিক দলিল। ইতিহাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়কে
বঙ্গবন্ধু নির্মোহভাবে উপস্থাপন করেছেন তার স্মৃতিকথায়।

“বঙ্গবন্ধু যেভাবে
তার নেতৃত্বের ভিত্তি তৈরি করেছিলেন, তা আজকের শিশু-কিশোরদের জন্য অনুকরণীয়। এই অনুকরণীয়
গল্পগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরো আকর্ষণীয় করে তুলে ধরার চেষ্টায় নির্মিত গ্রাফিক
নভেল ‘মুজিব’ এক অনন্য উদ্যোগ।”

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত
আত্মজীবনী’ অবলম্বনে গ্রাফিক নভেল ‘মুজিব’ প্রকাশ করে আসছে আওয়ামী লীগের গবেষণা উইং
সিআরআই। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে আটটি পর্ব।

বিকাশের পৃষ্ঠপোষকতায়
বাংলা ও ইংরেজি মাধ্যমের ৫০০ স্কুলে এই গ্রাফিক নভেল বিতরণ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র।

বিকাশ জানায়, গ্রাফিক
নভেল মুজিবের পরবর্তী পর্বগুলো প্রকাশিত হওয়ার পর এ কর্মসূচি সম্প্রসারণ করে আরও বেশি
স্কুলে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।