বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইইউবি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য অধ্যাপক নিয়াজকে উপ-উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান নিয়াজ আহমেদ খান ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সিনিয়র অ্যাকাডেমিক অ্যাডভাইজার, ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র অ্যাকাডেমিক অ্যাডভাইজার এবং বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন (অরণ্যক) ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান।
অক্সফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে উচ্চ শিক্ষা নিয়েছেন তিনি।