বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার পর্দা ওঠে গেমসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ক্রিকেট
ফাহিম হাবিবের দারুণ বোলিংয়ে চন্দ্রদ্বীপ সাউথ জোনকে হারিয়ে ক্রিকেটে শুভসূচনা করেছে বরেন্দ্র নর্থ জোন। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বৃহস্পতিবার ২১১ রানের বড় ব্যবধানে জিতেছে তারা।
ব্যাটিংয়ে নেমে বরেন্দ্র নর্থ জোন ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন মিনহাজুল হাসান। তার ১০৬ বলের ইনিংসে ৭টি বাউন্ডারি। মিসবাহ আহমেদ অপরাজিত থাকেন ৩৮ রানে।
২৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ফাহিমের ছোবলে চন্দ্রদ্বীপ গুটিয়ে যায় কেবল ২৬ রানে। পাঁচ ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করেন চৌধুরী মোহাম্মদ রেজওয়ান। ছয় উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ফাহিম। তিনটি উইকেট নেন সজিব আহমেদ।
নারী ফুটবল
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে তৃষা রানীর জোড়া গোলে পঞ্চগড় জেলা ২-১ ব্যবধানে ফরিদপুর জেলাকে হারায়। ফরিদপুরের একমাত্র গোলদাতা সাধনা মৈত্রী।
দিনের দ্বিতীয় ম্যাচে মাগুরা জেলা ৩-১ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে হারায়। জয়ী দলের মারিয়া খাতুন ২টি ও জয়ন্তী মণ্ডল একটি গোল করেন। ব্রাহ্মণবাড়িয়ার হয়ে এক গোল করেন পূজা রানী দাস।
পুরুষ ফুটবল
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খুলনা জেলার বিপক্ষে ৬-১ গোলে জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। নাজমুলের গোলে ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় খুলনা। ২২ মিনিটে সেনাবাহিনীকে সমতায় ফেরান ইমন। ৪০ মিনিটে শাহীনের গোলে এগিয়ে যায় সেনাবাহিনী। এরপর আরও পাঁচবার খুলনার জালে বল পাঠিয়ে বড় জয় পায় দলটি।
নেত্রকোনা জেলার বিপক্ষে সিলেট জেলা ৩-১ গোলে জিতেছে। ষষ্ঠ মিনিটে সুজনের গোলে এগিয়ে যায় সিলেট। ৫১ মিনিটে রাজিবের গোলে সমতায় ফেরা নেত্রকোনার জয় নিশ্চিত হয় ৭০ ও ৭৩ মিনিটে জিল্লুরের জোড়া গোলে।
ফেন্সিং
বুধবার রাতে ফেন্সিংয়ের সেইবার ইভেন্টে সোনা জেতেন বাংলাদেশ আনসার ও ভিডিপির ইফতেখারুল আলম। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুরুষদের সেইবার এককে রুপা পান বাংলাদেশ নৌবাহিনীর সাদ্দাম মুজিব। ব্রোঞ্জপদক জেতেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাজমুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর ওমর ফারুক।