এক বিবৃতিতে বৃহস্পতিবার অধিনায়কের
চোটের বিষয়টি জানায় সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটি। ফলে, আগামী দুই সপ্তাহে চ্যাম্পিয়ন্স
লিগে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে এবং লা লিগা বার্সেলোনার বিপক্ষে তার খেলা অনিশ্চিত
হয়ে পড়েছে।
গত বুধবার বিশ্বকাপ বাছাইয়ে কসোভোর
বিপক্ষে স্পেনের ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচের ৮৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন
রামোস।
৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলারের সেরে
উঠতে কতদিন লাগতে পারে, তা জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবর, তার সেরে উঠতে এক মাসের
মতো লাগতে পারে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম
লেগে আগামী মঙ্গলবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল। ফিরতি
লেগ আগামী ১৪ এপ্রিল। এর মাঝে আগামী ১০ এপ্রিল লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার
মুখোমুখি হবে জিনেদিন জিদানের দল।
এই তিন ম্যাচেই রামোসের খেলার সম্ভাবনা
যে প্রায় শেষ, তা কিছুটা বোঝা যাচ্ছে তার ইনস্টাগ্রাম বার্তায়।
“আমাকে যা কষ্ট দেয় তা হলো, এমন মহাগুরুত্বপূর্ণ
ম্যাচগুলোতে দলকে সাহায্য করতে না পারা।”
গত জানুয়ারিতে হাঁটুতে অস্ত্রোপচার
হয় রামোসের। এজন্য রিয়ালের হয়ে ১০ ম্যাচে খেলতে পারেননি তিনি। গত মাসে চ্যাম্পিয়ন্স
লিগে শেষ ষোলোর ফিরতি লেগে আতালান্তার বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচ দিয়ে মাঠে ফেরেন
তিনি।
চলতি মৌসুম শেষেই শেষ হবে রিয়ালের সঙ্গে
রামোসের চুক্তির মেয়াদ।