ক্যাটাগরি

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ দূত কেরি

বাইডেন’স লিডারস সামিন অন ক্লাইমেট ও কপ২৬ সামনে রেখে তার সফরের কথা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

এতে বলা হয়, ১ থেকে ৯ এপ্রিলের মধ্যে এই সফরকালে কেরি নয়া দিল্লি ও আবু ধাবি সফরও করবেন।

২২-২৩ এপ্রিল বাইডেন’স লিডারস সামিট অন ক্লাইমেট এবং নভেম্বরে ১ থেকে ১২ নভেম্বর যুক্তরাজ্যের সভাপতিত্বে গ্লাসগোতে কপ২৬ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টুইটে কেরি লিখেছেন, “জলবায়ু সঙ্কট মোকাবেলার উপায় নিয়ে আমিরাত, ভারত ও বাংলাদেশের বন্ধুদের সঙ্গে অর্থপূর্ণ আলোচনার অপেক্ষায় আছি।”

সাবেক পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, কপ২৬ হয়তো লক্ষ্যপূরণে আমাদের সবশেষ সুযোগ।

জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে ফোন কথোপকথনে এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের দৃঢ় সংশ্লিষ্টতার অঙ্গীকার করেন।