বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এপিডেমিয়লোজিস্ট মারিয়া ভ্যান কারখোভা
“প্রকৃতপক্ষে এখন ব্রাজিলে অত্যন্ত গুরুতর পরিস্থিতি যাচ্ছে, সেখানে অনেকগুলো রাজ্য সঙ্কটজনক অবস্থায় আছে,” বলেছেন তিনি।
দেশটির বহু হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ৯০ শতাংশেরও বেশি রোগীতে পূর্ণ হয়ে আছে বলে জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিলে এখন করোনাভাইরাসের অতি সংক্রামক একটি ধরন বিস্তারলাভ করছে। দেশটি বিশ্বজুড়ে চলা কোভিড-১৯ মহামারীর একটি কেন্দ্রে পরিণত হয়েছে।
সংক্রমণের ভয়াবহ ঊর্ধ্বগতিতে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা এরই মধ্যে খাদের কিনারায় পৌঁছে গেছে বলে জানিয়েছে বিবিসি। ।
বুধবার দেশটি করোনাভাইরাসে তিন হাজার ৮০০র মতো নতুন মৃত্যু দেখেছে, ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯০ হাজারের বেশি রোগী।
কোভিড-১৯ এ দেশটিতে এরই মধ্যে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে দেখা যাচ্ছে; শনাক্ত পেরিয়ে গেছে এক কোটি ২৭ লাখ।