ক্যাটাগরি

মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি মানার প্রচারে প্রশাসন

শ্রীমঙ্গল থানার
সামনে বৃহস্পতিবার বিকালে সচেতনতামূলক প্রচারমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত পুলিশ
সুপার জিয়াউর রহমানের সভাপতিত্বে এখানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

এই অনুষ্ঠানে
প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির
বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি
মেনে চলতে হবে। মৌলভীবাজার জেলা করোনায় ঝুকিঁপূর্ণ স্থানে অবস্থান করছে; এটা জেলাবাসীকে
বুঝতে হবে এবং ঘরে ঘরে সচেতনতা সৃষ্টি করতে হবে।

স্বাস্থ্যবিধি
শতভাগ কার্যকর করতে প্রশাসন আরও জোরালো ভূমিকা নেবে বলে জানান তিনি।

এই সময় পুলিশের
পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়; বিভিন্ন
যানবাহনে করোনা সচেতনতার স্টিকার সাঁটিয়ে দেওয়া হয়।

এদিকে,
স্বাস্থ্যবিধি মানতে প্রশাসন মাইকিং করেছে। এতে বলা হয়, সকাল ১১টা থেকে সন্ধ্যা
৭টা পর্যন্ত জরুরি সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া বাকি সব ব্যবসা প্রতিষ্ঠান-কলকারখানা
বন্ধ করতে হবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে কেউ ঘর থেকে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি
মেনে মাস্ক পরিধান করে বের হতে হবে।