বৃহস্পতিবার দুপুরে
ফুলবাড়ীয়ার রাঙ্গামাটিয়া টানপাড়ায় এ হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ধাওয়া করলে
ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছেন ফুলবাড়িয়া থানার ওসি
আজিজুল হক।
নিহত নাজমুল ইসলাম (২৫)
উপজেলার ভালুকজান গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
প্রতীকী ছবি
ওসি আজিজুল বলেন, বৃহস্পতিবার
দুপুরে নাজমুলের ব্যাটারি চালিত অটোরিকশায় তিনজন যাত্রী বেশে ওঠে।
অটোরিকশায় তাদের নিয়ে
রাঙ্গামাটিয়া টানপাড়ায় গেলে রাস্তায় কোনো লোকজন না থাকার সুযোগে পেছন থেকে ছুরি
দিয়ে নাজমুলের গলাকেটে রাস্তার পাশে ফেলে দেয় ছিনতাইকারীরা।
তবে অটোরিকশাটি নিয়ে পালানোর
সময় স্থানীয়রা ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীরা
অটোরিকশাটি ফেলে দৌড়ে
পালিয়ে যায়।
স্থানীয়রা থানায় খবর
দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
মর্গে পাঠায়।
বিষয়টি তদন্ত করা
হচ্ছে। অচিরেই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।