ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর ‘ছবি বিকৃত করে’ পিরোজপুরে একজন গ্রেপ্তার

স্বরুপকাঠী থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, বৃহস্পতিবার মিজানুর রহমান সিকদার ওরফে হাতকাটা মিজান (৩৫) নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেন তারা।

মিজানুর  স্বরুপকাঠী উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে ।

ওসি আবির সাংবাদিকদের বলেন, “মিজান ফেইসবুকে প্রধানমন্ত্রীর বিভিন্ন ধরনের বিকৃত ছবি পোস্ট করেছেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে জানায়। পুলিশ স্বরুপকাঠীর ইদিলকাঠি এলাকায় অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করে।”

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার পর শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি আবির মোহাম্মদ হোসেন।