ক্যাটাগরি

বঙ্গবন্ধু কাবাডিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুক্রবার কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে ছিল ১৮-১০ পয়েন্টে।

প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেনিয়ার বিপক্ষে ৩২-২৯ পয়েন্টে জিতেছিল। তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩৫-২০ পয়েন্টে জিতে তারা।

চতুর্থ ও শেষ ম্যাচে জমজমাট লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩৩-৩১ পয়েন্টে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে ওঠে বাংলাদেশ। লিগ ও ফাইনাল মিলিয়ে দুই ম্যাচ হারল কেনিয়া; দুটি হারই বাংলাদেশের বিপক্ষে।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নেয় মোট পাঁচ দল।

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বাসে ভাসছেন বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার, “আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমরাই চ্যাম্পিয়ন। তিন মহাদেশের দেশ অংশ নিয়েছিল টুর্নামেন্টে। আমরা একে একে সবাইকে হারিয়েছি।”

সেরা দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার দাবি বাংলাদেশ দলের কোচ সাজুরাম গয়াতের।

“সেরা দল হিসেবেই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ছেলেদের প্রতি আমার বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছে তারা। আশা করি, বাংলাদেশ দল তাদের হারানো গৌরব ভবিষ্যতে ফিরে পাবে।”