ক্যাটাগরি

রবার্ট ভদ্রা কোভিড ‘পজিটিভ’, আইসোলেশনে প্রিয়াঙ্কা গান্ধী

এনডিটিভি জানায়, রবার্ট নিজেই তার ফেসবুক একাউন্টে কোভিড-১৯ ‘পজিটিভ’ হওয়ার খবর দিয়েছেন। বলেছেন, আক্রান্ত হলেও তার শরীরে রোগের কোনো উপসর্গ নেই।

পোস্টে তিনি লেখেন, ‘‘কোভিড দিকনির্দেশনা অনুযায়ী আমি এবং প্রিয়াঙ্কা বর্তমানে আইসোলেশনে আছি। যদিও প্রিয়াঙ্কার পরীক্ষার ফলাফল ‘নেগিটিভ’ এসেছে।”

আইসোলেশনে যাওয়া প্রিয়া্ঙ্কা তার আসন্ন আসাম, ‍তামিল নাড়ু ও কেরালা সফর বাতিল করেছেন।

টুইটারে এক ভিডিও পোস্টে প্রিয়াঙ্কা বলেন, ‘‘যদিও গতকাল আমার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগিটিভ এসেছে। তারপরও চিকিৎসকের পরামর্শে আমি কয়েকদিন সেল্ফ-আইসোলেশনে থাকবো।”

নির্বাচনী প্রচারের কাজে শুক্রবার প্রিয়াঙ্কার আসাম, শনিবার তামিল নাড়ু এবং রোববার কেরালা যাওয়ার কথা ছিল বলে জানায় এনডিটিভি।

 

৪১ সেকেন্ডের ওই ভিডিওতে প্রিয়াঙ্কা আরো বলেন, ‘‘সেখান না যেতে পারায় আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আশাকরি ওইসব প্রার্থী যাদের সমর্থনে আমার নির্বাচনী প্রচারে যাওয়ার কথা ছিল তারা সবাই ভোটে খুব ভালো করবেন। আশাকরি আপনারা সবাই ভালো করবেন এবং কংগ্রেস বিজয়ী হবে।”

রবার্ট-প্রিয়াঙ্কা দম্পতির দুই সন্তান গত কয়েকদিন ধরে তাদের কাছেই আছেন এবং বাড়ির অন্যান্য সদস্যদের পরীক্ষার ফলাফল ‘নেগিটিভ’ এসেছে বলেও জানান রবার্ট ভদ্রা।