ক্যাটাগরি

করোনাভাইরাসে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত নির্বাচন
কর্মকর্তা কামরুল আলম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,
হাল্কা জ্বর ও সর্দি নিয়ে গত ২৫ মার্চ চট্টগ্রাম থেকে ঢাকায় নিজের বাসায় গিয়েছিলেন
আতাউর রহমান।

“বাসায় থাকা অবস্থায় ২৯ মার্চ নমুনা পরীক্ষা
করাতে দিলে ফলাফল পজেটিভ আসে। এসপর তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখান
থেকে পরে তাকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

দুই সন্তানের বাবা আতাউর রহমানের বয়স হয়েছিল
৪৫ বছর। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। তার কর্মস্থল চট্টগ্রামে হলেও তার পরিবার
ঢাকায় থাকেন।