সংবাদ বিজ্ঞপ্তিতে
শুক্রবার সকালে বিসিবি জানায়, তৃতীয় রাউন্ড শুরুর তারিখ জানানো হবে পরে।
এই টুর্নামেন্ট
দিয়েই কোভিড বিরতির পর ঘরোয়া ক্রিকেটের নিয়মিত আসরগুলোর একটি ফিরেছিল। কোভিডের সংক্রমণ
আবার বাড়তে থাকায় তা স্থগিত করে দিতে হলো। তৃতীয় রাউন্ডের একটি ম্যাচ ছিল কক্সবাজারে,
কিন্তু পর্যটন শহরটিতে এখন সৈকত, হোটেলসহ অনেক কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিনের
জন্য। বিকেএসপিতে খেলা চালানোর ভাবনা থাকলেও আপাতত এই প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।
জাতীয় লিগের
ক্রিকেটারদের মধ্যে আক্রান্তের সংখ্যাও বাড়ছিল। সিলেট বিভাগের দলে আক্রান্ত হয়েছেন
ছয় ক্রিকেটার, রংপুর বিভাগ দলের চার জন। বিভিন্ন দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ মিলিয়ে
আরও ছিল। সব মিলিয়েই এই সিদ্ধান্ত।