নগরীর ষোলশহর-বায়েজিদ
সড়কে পরমাণু শক্তি কমিশনের বিপরীতে বৃহস্পতিবার গভীর রাতে লাশটি পাওয়া যায়। আনুমানিক
২৫ বছর বয়সী যুবকের পরিচয় মেলেনি।
খুলশী থানার পরিদর্শক
(তদন্ত) আফতাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে
রাতে পুলিশ লাশ উদ্ধার করে।
“রাত সাড়ে ১২টার দিকে
ষোলশহরের দিক থেকে বায়েজিদের দিকে যাওয়া একটি অটোরিকশা থেকে জিন্স প্যান্ট ও ফতুয়া
পড়া এক যুবককে ফেলে দিতে দেখা গেছে রাস্তার পাশের এক সিসি ক্যামেরার ফুটেজে।”
পরে পুলিশ গিয়ে লাশটি
উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
পরিদর্শক আফতাব বলেন,
“প্রাথমিকভাবে মনে হচ্ছে যুবকটিকে পিটিয়ে খুন করা হয়েছে। পরে লাশ অটোরিকশায় করে এনে
রাস্তায় ফেলে দিয়েছে হত্যাকারীরা।”
নিহত যুবকের পরিচয়
এবং অটোরিকশাটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।