ক্যাটাগরি

টাঙ্গাইলে ধান ক্ষেতে নারীর লাশ

উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর পশ্চিম পাড়া থেকে শুক্রবার সকালে পলিমা বেগমের (৪০) লাশ উদ্ধার করা হয় বলে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার জানান।

নিহত পলিমার বাড়ি ওই এলাকায়। 

কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী সাংবাদিকদের বলেন, “পলিমার দুই মেয়ে ঢাকায় একটি গার্মেন্সে কাজ করে। আর নবম শ্রেণির পড়ুয়া ছেলে মায়ের সঙ্গেই থাকত। সম্প্রতি ছেলে ঢাকায় তার বোনের বাসায় বেড়াতে গেলে পলিমা বাড়িতে ছিলেন। সেই সুযোগেই কেউ তাকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

সহকারী পুলিশ সুপার শাহীনা বলেন, “বৃহস্পতিবার রাতে পলিমাকে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ বাড়ির পাশে ধানক্ষেতে ফেলে যায়। সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি।