ক্যাটাগরি

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাদেকুল-রকি

সাদেকুল
ইসলাম সাদেক ইনডিপেনডেন্ট টেলিভিশনের এবং এম আর রকি সময় টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি।

নবগঠিত
কমিটির সাধারণ সম্পাদক এম আর রকি জানান, শুক্রবার সকাল ১১টায়  সামাজিক দুরত্ব বজায় রেখে শহরের টাইম স্কয়ার টাওয়ারে
নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক সাদেকুল ইসলামের সভাপতিত্বে এক সভায়
সর্বসম্মতিতে এই কমিটি গঠিত হয়েছে।

কমিটির
অন্যরা হলেন সহসভাপতি বিজয় টিভির মো. মোফাজ্জ্বল হোসেন, যুগ্ম সম্পাদক মোহনা টিভি মাহমুদুন
নবী বেলাল, অর্থ সম্পাদক ৭১ টিভির তন্ময় ভৌমিক, দপ্তর সম্পাদক জয়যাত্রা টিভির ফারমান
আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ৭১ নিউজ টিভির আব্দুল মান্নান।

নির্বাহী
সদস্যরা হলেন দেশ টিভির ফরিদুল করিম তরফদার ও চ্যানেল এস-এর আব্দুর রশিদ তারেক।