বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ২৭ মার্চ প্রথম দফার তুলনায় এদিন প্রায় ২ শতাংশ ভোট বেড়েছে। প্রথম দফায় ৮৪ দশমিক ৬৩ শতাংশ ভোট পড়েছিল বলে জানায় আনন্দবাজার।
দ্বিতীয় দফায় রাজ্যের চার জেলায় ভোট হয়। সেগুলো হলো: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা। এই চার জেলায় মোট ৩০টি আসন।
আনন্দবাজার জানায়, এই চার জেলার মধ্যে বৃহস্পতিবার সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে, ৮৭ দশমিক ৮২ শতাংশ। এই জেলাতেই ‘হেভিওয়েট’ আসন নন্দীগ্রাম। সে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দোপাধ্যায়।
বৃহস্পতিবার কোথাও কোথাও বিচ্ছিন্ন কিছু সহিংসতার খবর পাওয়া গেলেও দ্বিতীয় দফায় ভোট অপেক্ষাকৃত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে শুক্রবার জানান প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) আরিজ আফতাব।