ফরিদপুরের বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে ৯৫ বছর বয়সে অকৃতদার এই শিক্ষক মারা
যান।
বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনর্চাজ ডা. অনন্ত বিশ্বাস বলেন, “দুই দিন
যাবত তিনি এই ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আমরা স্যারের সুচিকিৎসার চেষ্টা করেছি। শুক্রবার
রাত ৯টার দিকে তিনি মারা যান।”
তার মৃত্যতে ফরিদপুরের
সাংসদ খন্দকার মোশাররফ হোসেন, সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সাবেক মন্ত্রী আওয়ামী
লীগের প্রেসিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, জেলা প্রশাসত অতুল সরকার, এফবিসিআইয়ের সাবেক
সভাপতি এ কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক
সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীসহ জেলার
বিশিষ্ট নাগরিকগণ গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।