ক্যাটাগরি

মৌলভীবাজারে বাসের সঙ্গে সংঘর্ষে ২ বাইক আরোহী নিহত

রাজনগর থানার ওসি আবুল হাসেম জানান, মাথিউড়া চা বাগান এলাকায় শুক্রবার বেলা ১২টার দিকে তারা হতাহত হন।

নিহত ব্যক্তিদের নাম সুজন কর্মকার ও রাজন রায় বলে
জানালেও পুলিশ তাদের ঠিকানা বলতে পারেননি।

পুলিশ জানায়, ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সুজন কর্মকার ঘটনাস্থলে
নিহত হন। আর আহত রাজন রায়কে মৌলভীলভীবাজার
সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক মৃত ঘোষণা করেন।

তাছাড়া দিপেন দাশ নামে মোটরসাইকেলের
অপর এক আরোহী আহত হন। তাকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
বলে জানান ওসি আবুল হাসেম।

ঘটনার পর বাসসহ চালক জনি মিয়াকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।