নিহত বিজয় সাহা (১৬) মুক্তাগাছা পৌরসভার
৩ নম্বর ওয়ার্ডের
দড়ি চারানী
বাজার এলাকার
লিটন সাহার
ছেলে।
মুক্তাগাছা থানার ওসি
দুলাল আকন্দ
প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “বৃহস্পতিবার
সন্ধ্যার দিকে জমিদারবাড়ি এলাকায় একটি মোটরসাইকেলে আরেকটি মোটরসাইকেলের ধাক্কা
লাগার ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা
হয়। এর জেরে রাত
১১টার দিকে
দুই পক্ষের সংঘর্ষ হয়।
“বিজয়সহ চারজনকে কুপিয়ে
আহত করা হয়। বিজয় ও আবির নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা
হলে রাত
১টার দিকে
বিজয় মারা
যায়।”
আবিরকে ওই হাসপাতালে চিকিৎসা
দেওয়া হচ্ছে আর আহত আরও দুইজন মুক্তাগাছা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি দুলাল।
এ ঘটনায় পুলিশ এখনও
কাউকে আটক
করতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য
ময়মনসিংহ মেডিকেল
কলেজ হাসপাতালের
মর্গে রয়েছে।