বুড়িমারী বাজার
এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা
গোয়েন্দা পুলিশের ওসি ওমর ফারুক জানান।
হাফিজুল ইসলাম(৫৬) বুড়িমারী
ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
গত বছর ২৯ অক্টোবর
বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ‘কোরআন অবমাননার গুজব ছড়িয়ে’ সহিদুন্নবী
জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয়।
এ ঘটনায় পৃথক তিনটি
মামলা হয়। এসব মামলায় মোট ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি ফারুক বলেন, হাফিজুল
ইসলাম ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। গত ৩১ মার্চ হাফিজুল হত্যা মামলায় উচ্চ
আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছেন। তাকে ‘পুলিশ অ্যাসল্ট’ মামলায় গ্রেপ্তার
দেখানো হয়েছে।
আরও
বুড়িমারীতে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: রিমান্ডে শ্রমিক লীগ নেতা
বুড়িমারীতে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: কোরআন অবমাননার প্রমাণ
মেলেনি
বুড়িমারীতে পুড়িয়ে হত্যা: আরও ২ জন গ্রেপ্তার