ক্যাটাগরি

‘সেরা রাঁধুনী ১৪২৭’-এর সম্প্রচার শুরু

২ এপ্রিল থেকে মাছরাঙা টেলিভিশনের পর্দায় প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম সপ্তাহের দুই পর্বে দর্শকরা দেখতে পাবেন বগুড়া, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ‘অডিশন রাউন্ড’য়ের উপভোগ্য অংশ।

উল্লেখ্য, দেশের নানা প্রান্তের রন্ধনশিল্পীদের রান্নার প্রতিভার কথা সারাদেশকে জানানোর প্রতিশ্রুতি নিয়ে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ষষ্ঠ বারের মতো সেরা রাঁধুনী প্রতিযোগিতার আয়োজন করেছে।

বিভাগীয় অডিশনের মাধ্যমে সারাদেশ থেকে নির্বাচিত ২৮ জন এরপর ঢাকার গ্র্যান্ড অডিশনে অংশ নেবেন। যাদের মধ্য থেকে সেরা ১৫ জনকে নিয়ে শুরু হবে স্টুডিও রাউন্ড বা মহামঞ্চের মূল লড়াই।

মহামঞ্চে একের পর এক পর্বে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অভিনব সব চ্যালেঞ্জের মুখোমুখি হবেন প্রতিযোগীরা। সব চ্যালেঞ্জ পার করে যিনি হবেন সেরা, তিনিই হবেন সেরা রাঁধুনী ১৪২৭।

পুরস্কার হিসেবে জিতে নেবেন ১৫ লক্ষ টাকা। এছাড়া ১ম ও ২য় রানারআপ পাবেন ১০ ও ৫ লক্ষ টাকা।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে আছেন দেশের প্রখ্যাত রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, আন্তর্জাতিকভাবে সুপরিচিত অভিজ্ঞ শেফ শুভব্রত মৈত্র এবং অভিনয়শিল্পী দিলারা হানিফ পূর্ণিমা।

খাবারের স্বাদ, পরিবেশন, খাবার ও নিজেকে উপস্থাপনের দক্ষতা, খাবারের বিপণন-সহ বিভিন্ন মানদণ্ডে বিচারকরা প্রতিযোগীদের যাচাই করবেন।