বৃহস্পতিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিত মুশেইতের কিং খালিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ওই ড্রোন দুটি ছোড়া হয়েছিল বলে টুইটারে জানিয়েছেন হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া।
ড্রোনগুলো শনাক্ত হওয়ার পরপরই সৌদি জোট সেগুলোকে ধ্বংস করে দেয় বলে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ২০১৫ সালের মার্চে ইয়েমেন যুদ্ধে জড়িয়ে পড়ে। হুতিদের ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছোড়ার প্রতিক্রিয়ায় তাদেরকেও প্রায়ই ইয়েমেনের ভেতর বিমান হামলা চালাতে দেখা যায়।
ইরান সমর্থিত হুতি আন্দোলন ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিক সরকারকে হটিয়ে রাজধানী সানার নিয়ন্ত্রণ নিয়ে নেয়; সশস্ত্র এ গোষ্ঠীটি এখনও উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণই ধরে রেখেছে।