ক্যাটাগরি

১৭ সেকেন্ডেই লাল কার্ড!

ব্রাজিলের উত্তর-পূর্বে অবস্থিত পারাইবা
রাজ্যের দল দুটির মধ্যকার ম্যাচের ঘটনা এটি। গত বৃহস্পতিবারের ম্যাচটি ১-০ গোলে জেতে
স্বাগতিক ত্রেজি।

ম্যাচ শুরুর আট সেকেন্ডের মাথায় ত্রেজির
এক ডিফেন্ডার হেডে বল ক্লিয়ার করতে গিয়েছিলেন। এসময় লাফিয়ে তার মাথা বরাবর একসঙ্গে
দুই পা ছোড়েন ভিলকের। তাকে সরাসরি লাল কার্ড দেখাতে ভাবতে হয়নি রেফারিকে।

এই ধরনের রেকর্ডগুলো যাচাই করা কঠিন,
তবে সিনিয়র ফুটবলে এটি দ্রুততম লাল কার্ডের ঘটনাগুলোর একটি।

ব্রিটিশ দৈনিক দা গার্ডিয়ানের তথ্য
মতে, ১৯৯০ সালে পার্মার এক খেলোয়াড়কে আঘাত করে ম্যাচের ১০ সেকেন্ডের মাথায় লাল কার্ড
দেখেছিলেন বোলোনিয়ার লরেন্সো।