ক্যাটাগরি

আইপিএলে করোনাভাইরাসের হানা

এছাড়া চেন্নাই
সুপার কিংসের একজন সদস্যেরও পজিটিভ ফল এসেছে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান
নির্বাহী কাসি বিশ্বনাথান।

কোভিড পরীক্ষায়
নেগেটিভ ফল আসার পর মুম্বাইয়ে গত রোববার টিম হোটেলে যোগ দেন আকসার। এর পরের পরীক্ষায়
দিল্লির এই অলরাউন্ডারের পজিটিভ ফল এসেছে।

বর্তমানে তাকে
মেডিকেল কেয়ার ফ্যাসিলিটিতে আইসোলেশনে রাখা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির চিকিৎসকরা আকসারের
দেখভাল করছে।

এর আগে কলকাতার
রানার শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। ১২ দিনের কোয়ারেন্টিনে থেকে দুই দফায় নেগেটিভ ফল
আসার পর দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

আগামী শুক্রবার শুরু হবে আইপিএলের এবারের আসর।