শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের সার্ভিস লেনের বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জুলহাস (৫০) উপজেলার পাটাভোগ ইউনিয়নের নারী সদস্য রোকেয়া বেগমের ভাই।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের সার্ভিস লেনের বেজগাঁও এলাকায় অটোচালক জুলহাসের অটোরিকশাটি নষ্ট হয়ে যায়।
জুলহাস সার্ভিস লেনে তার অটোরিকশাটি দাঁড় করিয়ে ঠিক করছিলেন। এ সময় পদ্মাসেতুর সংযোগ রেল পথের কাজে নিয়োজিত একটি রোলার উল্টো পথে যাওয়ার সময় তাকে চাপা দেয়।
এতে জুলহাসের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আফাজাল হোসেন জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবাদেন করা হয়েছে। আবেদন মঞ্জুর হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
সপ্তাহ দুয়েক আগে জুলহাসের বাবা মো, তাইজুদ্দিন দেওয়ানও সড়ক দুর্ঘটনায় মারা যান।