ক্যাটাগরি

সোমালিয়ায় দুইটি সেনাঘাঁটিতে আল শাবাব জঙ্গিদের হামলা

এক প্রত্যক্ষদর্শী জানান, রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ওই সেনাঘাঁটি দুটিতে প্রথমে দুটি বিস্ফোরণ ঘটে। হামলার পর রাজধানী থেকে সেনাদের একটি গাড়িবহর ওই সেনাঘাঁটিগুলোতে যাওয়ার সময় তৃতীয় বিস্ফোরণের শিকার হয়।

হুসাইন নূর নামে এক সেনা কর্মকর্তা বলেন, ‘‘বারির ও আউদাই সেনাঘাঁটিতে হামলায় আমরা সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছি।”

তবে ঠিক কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

তিনি বলেন, ‘‘সেনাবাহিনী এখন উভয় ঘাঁটি ও তার আশেপাশের এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

‘‘জঙ্গিদের ধরতে আমরা চারপাশের জঙ্গলে অভিযান চালাচ্ছি।”

এদিকে, আল শাবাবের পক্ষ থেকে বলা হয়, প্রথমে তারা বারির ঘাঁটিতে গাড়ি বোমা হামলা চালায়। প্রায় একই সময়ে কাছের আউদাই ঘাঁটিতে গাড়িবোমা হামলার পর আল শাবাব যোদ্ধারা বন্দুক হাতে হামলা চালায়।

বারির ঘাঁটিতে হামলার পর আউদাই ঘাঁটির সেনাদের বারির ঘাঁটি যাওয়া আটকাতে সেখানে হামলা হয় বলে জানান আল শাবাবের মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘‘আমরা বারির ঘাঁটির দখল নেই, সেনাবাহিনীর তিনটি গাড়ি জ্বালিয়ে দেই এবং দুইটি নিজেদের সঙ্গে নিয়ে যাই।”

তিনিও উভয় পক্ষে হতাহত হওয়ার কথা জানান।