ক্যাটাগরি

হালদায় আরও পাঁচ হাজার পোনা অবমুক্ত

শনিবার দুপুরে নদীর
মদুনাঘাট সংলগ্ন অংশে হাটহাজারীর সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদের উপস্থিতিতে এসব
পোনা অবমুক্ত করা হয়।

এর আগে বৃহস্পতিবার
হাটহাজারী উপজেলা প্রশাসন তিন হাজার মাছের পোনা ছেড়েছিল। এ নিয়ে তিন দিনে মোট আট হাজার
পোনা হালদায় ছাড়া হল। চলতি মৌসুমে উপজেলা প্রশাসন আরও সাত হাজার পোনা ছাড়বে।

দক্ষিণ এশিয়ায় কার্প
জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা এখন বঙ্গবন্ধু মৎস হেরিটেজ।

হাটহাজারী উপজেলার
জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা নাজমুল হুদা রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ ছাড়া
মাছগুলো সাতশ গ্রাম থেকে এক কেজি ওজনের। রুই, কাতাল, মৃগেল ও কালিবাউশ মাছ ছাড়া হয়েছে।”

মা মাছ আড়াই থেকে তিন
কেজি ওজনের হলেই ডিম ছাড়ার উপযুক্ত হয়।

২০০৭ সাল থেকে মৎস্য
অধিদপ্তর এভাবে হালদায় পোনা ছাড়ছে বলে জানান নাজমুল হুদা রনি।

গত বছরের ২২ মে হালদায়
ডিম ছাড়ে মা মাছ। মৎস্য অধিদপ্তরের দাবি, গতবার রেকর্ড সাড়ে ২৫ হাজার কেজি ডিম সংগ্রহ
করা হয়েছে।

নদীতে মা মাছ বাড়াতে
২০১৯ সাল থেকে পোনা অবমুক্ত করা শুরু করে উপজেলা প্রশাসন।

পোনা ছাড়ার সময় জেলা
মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলিসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং হালদা পাড়ের মৎস্যজীবীরা
উপস্থিত ছিলেন।


মা মাছ বাড়াতে হালদায় ছাড়া হল তিন হাজার পোনা
 

হালদায় ডিম ছেড়েছে মা মাছ 
 

হালদা থেকে ‘রেকর্ড’ সাড়ে ২৫০০০ কেজি ডিম সংগ্রহ
 

‘মা’ মাছ বাড়াতে হালদায় ছাড়া হল ১৭ হাজার পোনা
 

সিসি ক্যামেরার নজরদারিতে হালদা
 

করোনাভাইরাস: হালদাপাড়ে আশা-আশঙ্কার দোলাচল
 

হালদা হবে ‘বঙ্গবন্ধু জীববৈচিত্র্যসমৃদ্ধ ঐতিহ্য’