ক্যাটাগরি

অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ হচ্ছে সোমবার থেকে

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লকডাউনের মধ্যে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধ থাকবে।”

এ সময়ে অবশ্য বিমানবন্দরে উন্নয়নসহ বিভিন্ন ধরনের চলমান কাজ অব্যাহত থাকবে।

সোমবার থেকে লকডাউনের ঘোষণা আসার প্রেক্ষাপটে এ কথা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)চেয়ারম্যান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার সকালে নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের ‘লকডাউন’ ঘোষণার সরকারি সিদ্ধান্তের কথা জানান।

পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এক ভিডিও বার্তায় লকডাউন পরিকল্পনা নিয়ে সামান্য আভাস দেন।

তিনি বলেন, “লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিফটে কাজ করতে পারেন।”
 


কেমন হবে এবারের ‘লকডাউন’


এক সপ্তাহের জন্য ‘লকডাউন’ আসছে


‘লকডাউনে’ লেনদেনে সমস্যা হবে না: বিএসইসি