ক্যাটাগরি

কিপিং নিয়ে সিদ্ধান্ত মুশফিকের ওপরই ছাড়লেন তামিম

মুশফিকের কিপিং নিয়ে প্রশ্ন অনেক পুরনো। অনেক দিন ধরে আলোচনার পর এখন তিনি টেস্টে কিপিং করছেন না। তবে সীমিত ওভারেও তার কিপিং নিয়ে সমালোচনা হয়ে আসছে প্রচুর।

সম্প্রতি নিউ জিল্যান্ড সিরিজে পরপর দুই ম্যাচে সহজ ক্যাচ ছাড়ার পর প্রশ্ন-আলোচনা উচ্চকিত হয় আবারও। বিশেষ করে দলে যখন আছেন লিটন দাস, যার কিপিং স্কিল দুর্দান্ত বলেই দেখা গেছে নানা সময়ে। একাদশে নানা সময়ে থাকেন মোহাম্মদ মিঠুন, তিনিও কিপার।

দলের সেরা কিপারই কি তাহলে কিপিং করছেন? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় এই প্রশ্নের উত্তর দিলেন তামিম।

“ হ্যাঁ, আমার দলের সেরা কিপারই কিপিং করছে। পরিসংখ্যানে যদি যাই, সেরা কিপারই কিপিং করছে।”

“ আপনি বলতে পারেন লিটনের কথা বা মিঠুন, কিংবা সোহান। কিন্তু মুশফিক ১৫-১৬ বছর ধরে কিপিং করছে। সে কিপিং করবে নাকি করবে না, সেটা বিবেচনার ভার তারই। এই অধিকার সে অর্জন করেছে। আমি এটা অনুভব করি।”

কিপিং নিয়ে মুশফিকের যে কোনো সিদ্ধান্তেই তার পাশে থাকবেন বলে জানালেন ওয়ানডে অধিনায়ক।

“ সে যদি কিপিং চালিয়ে যেতে চায়, অধিনায়ক হিসেবে আমি অবশ্যই তাকে সমর্থন দেব। কারণ, আমি জানি, সে কতটা কঠোর পরিশ্রম করে। হ্যাঁ, হয়তো দু-একটা ভুল হয়ে যাচ্ছে। কিন্তু ভুল সবাই করি আমরা। আমি এমন নই যে তাকে গিয়ে বলব, ‘না, তোমাকে কিপিংয়ে চাই না।’ আমার সমর্থন তার থাকবে।”

“ তার পর সে করতে চায় নাকি চায় না, এটা তার ব্যাপার। কারণ আমি নিশ্চিত, আমি যেমন দলের ভালোর কথা ভাবছি, সেও সেটা ভাবে। তার যদি মনে হয়, তার চেয়ে ভালো কিপার দলে আছে, তাহলে সেটা তার সিদ্ধান্ত। যদি চালিয়ে যেতে চায়, সেখানেও পাশে থাকব।”

মুশফিকের কিপিং নিয়ে সমর্থন করার জন্য যদি সমালোচনাও শুনতে হয়, তবু বিচলিত নন তামিম।

“ লোকে করতেই পারে (সমালোচনা), আমার নিয়ন্ত্রণে নেই। তবে আমার টিমমেটের পাশে আমি সবসময়ই থাকব।”